নকল বুঁদির গড়
অরুণ কারফা
সহসা মনের ঘরে উতল হাওয়া তুলে ঝড়ে,
খুলে দিতেই সব বাতায়ন,
প্রতিজ্ঞা করে প্রাণপণ আগন্তুক এসে একজন
ভুলচুক উপেক্ষা করে
চারদিকে ছড়িয়ে স্পন্দন , জুড়ে দিল দুটি জীবন ।
এসব হল নব বসন্তে কণকণে শীতের অন্তে
কোকিলের ডাকে যখন প্রকৃতি ভরিয়ে বন
ডালে ডালে পাতায় পাতায়
ফুলে ফুলে শুকনো শাখায়
প্রাণ সঞ্চার করে দেদার জানালো নয় দেরী আর,
প্রজাপতি, মৌমাছি বা উড়ন্ত কালো ভোমর
চুম্বনের পরশ দিয়ে গুঞ্জনে ভরাও আসর।
গুঞ্জনে ভরাও আসর, গুঞ্জনে ভরাও আসর
রক্ষণশীলদের গড় ঝাঁকিয়ে দিয়ে করে নড়বড়।