অনিচ্ছাকৃত বিপ্লবী
অরুণ কারফা
ভেবেছিলাম হয়ত পারলে করতে হস্তগত,
ক্রমাগত ছুটন্ত জলের মত কালের প্রবাহের দুরন্ত কোনো অমোঘ মন্ত্র,
জীবন যুদ্ধে এগিয়ে সমানে পৌঁছাতাম ঠিক গন্তব্য স্থানে....
....... কুবেরের বাগানে স্বপ্নের ঘোরে ,
যতক্ষণ না কেউ সেই সাদা ঢেউ
নীলাভ করে, মিশিয়ে দেয় গরল
বিত্তবান হবার সুখের সন্ধানে।
এবং তার জেরেই পারতাম এরপরে
জলের মত মিলে মিশে গিয়ে জনসাধারণের সব কেড়ে নিয়ে
সাধু সেজে থাকতে ভণ্ডের মত,
যতক্ষণ না বি়ঁধত বিবেকে ক্ষত ;
কিন্তু তাতে , সাদা জলের মত আমারও রক্ত
কখনো না কখনো মিলিত হলে শোষিতের লাল শোণিতের সাথে,
অত্যাচারের ঘাত প্রতিঘাতে,
আমিও হতাম তাদের সাথে দলবদ্ধ,
হলেও বা অনিচ্ছাকৃত।