অনিচ্ছাকৃত ভুল
অরুণ কারফা
আমার বদ্ধ শ্রবণ যন্ত্রটারে ডাকঘরের বাক্স করে ,
নীল রঙে আঁকা বাঁকা হিজিবিজি অক্ষরে লেখা
অন্তপুরের চিঠি গুলো যতই পড়ুক ময়লা ধুলো
বিশুদ্ধ ভাবে উচ্চারণ করে
প্রতি সন্ধ্যায় ফেলে যেত সে নিয়ম করে ঝেড়েঝুড়ে।
তবুও কিন্তু, আমি পারিনি
যত্ন করে সে সব বাণী
প্রত্যাশা তার পূরণ করে
যোগ্য প্রাপকের ঘরে
পাঠিয়ে দিতে তড়িৎ গতিতে ছদ্মবেশ হরকরার ধরে।
আসলে, বলাই বাহুল্য ভুলটা ছিল অনিচ্ছাকৃত,,
বিরক্তি দিয়ে মুছে দেওয়ায় সে
ভীরু প্রাপকের ঠিকানা গুলো।