অদৃশ্য বাঁধ
অরুণ কারফা

আমায়, পারেনি সে ছাড়া কেউ বশে আনতে ;
    আর, এমনটা করে মুখোশের আড়ে আমি লুকাই তারই অন্তরে
যাতে অভিসারের মুহূর্তে, শুধু একান্তে পারে সে কথা সে'ই জানতে।

রাগ করলে, বলে দি তাকে, তুমিই দিয়েছিলে মুখোশটাকে
যেন, প্রণয়ের সময়ে অজ্ঞাত রয়, জন সমক্ষে  জাত পরিচয়।
যাতে, ভালবাসায় না বাধিয়ে সাধ
রাক্ষস রূপী সমাজে জাত পরগাছার মতন মাঝে দাঁড়িয়ে
দুজনের ভিতরে আড়ালে ধরে তোলে এক অদৃশ্য বাঁধ।