হেমন্তে বৃষ্টি
অরুণ কারফা
সেদিন ভুল বশতঃ
আকাশকে চিনতে পারিনি বলে
মেঘের সাথে হাত মিলিয়ে সত্যি মিথ্যে গুলিয়ে ফেলে
ঝড়ের মালা পড়েছিলাম গলে।
ঝড় থামলে একটু পরে, হিসেব করে তেপান্তরে
ফিরে গেলেও নিজের ঘরে,
গিরগিটির মত রঙ বদলিয়ে পুঞ্জীভূত কালো মেঘ
আকাশটাই যে নিবাস নয় তার বুঝতে পেরে
চোরের মতই পালিয়ে গেল হাত পা ঝেড়ে,
আর, প্রেমের জ্যোৎস্না মেখে গায়ে
মোহ জাগানো রুপোলী চাঁদ নিঃশব্দে গুটি গুটি পায়ে
ঘোমটা খুলে ঢেউয়ের পর ঢেউ তুলে ঝড়ের বদলে তাতে দুলে
আবির্ভূত হয়ে দিগন্ত রেখায়
বুঝিয়ে দিল কড়ায় গন্ডায়
গ্রীষ্ম নয়, মোদ্দাকথা, এ হচ্ছে গিয়ে
হেমন্ত কাল আসলে ।