অকাল বৈশাখী
অরুণ কারফা

নীরবতায় সজীবতা খুঁজতেম আমি ,,,
বিষন্নতায় প্রেম,,,,
তাই বোধহয় অপূর্ণতায় এৎদিন ভুগতেম।

খড়্গ হস্তে তাই যেদিন অর্ঘ্য নিয়ে এলেন তিনি
কৃষ্ণ ঘন আকাশ থেকে  বারি নিয়ে ঝাঁকে ঝাঁকে
.... ........... ঝড়ের রথে এঁকে বেঁকে..................
মনে হল ডেকে ডেকেও পেতেমনা যার সাক্ষাৎ,
নিঃশব্দতার মাঝে এসে
নিঃসঙ্গতা ঘোচালেন শেষে
গর্জে উঠে সশব্দে, কাল বৈশাখীর বেশে অকস্মাৎ ।