মেঘ না চাইতেই
অরুণ কারফা
ছোটোর থেকে আসছি শুনে একটা স্ফুলিঙ্গ পারে
বিশালকায় দাবানল গড়ে ছড়িয়ে দিতে বনে বনে ,
কিন্তু আজ, শিক্ষিত সমাজ
পিছিয়ে যাচ্ছে যেভাবে যেদিকে....
সন্দেহ নেই আশ্চর্য হব না,
অচিরেই সেই দাবানল ছোট্ট স্ফুলিঙ্গে পরিণত হয়ে
উবে গেলে নিরাশ ভরে তিমির বরণ অন্ধকারে কিয়ৎক্ষণে।
আসলে যখন, জনসাধারণ
হাত কামড়ে হাপিত্যেশ করে
পড়ে থাকে ঘরে ডরে আপন মনে...
কিছুতেই না পেয়ে কাঙ্ক্ষিত ফল,
তখন না খেয়ে আদা জল না দিয়ে বিপ্লবে সকল,
মেঘ না চাইতেই আশা ক'রে আকাশ থেকে ঝরবে জল কোণে কোণে ।