শিশির কণা তলে
অরুণ কারফা
একটা চাই সূর্যের দর্শন.......
তখনও যখন অঘোরে ঘুমায় জনসাধারণ
অথবা জাগ্রত হয়েও, যেখানেই থাক তাদের মন
পায় না দেখতে কুজ্ঝটিকার ফলে
............. ভোর হলে শীতকালে।
কঠোর জঠর জ্বালা কাটাতে যখন উদগ্রীব সকলে ,,,
হিম শীতল রাত পার হয়েও আরম্ভ হলে নতুন দিন
সেটাও যে যাবে না শক্তিশালীর কবলে
এমনটা নিশ্চিত করতে হলে ,,,
প্রতিবিম্ব না দেখতে পেলেও গঙ্গার ঘোলা জলে
খুঁজতেই হবে তাকে শিশির কণা তলে।