বিবাহ বন্ধন
অরুণ কারফা
15.05.23
হয়ত, কোনো নিবিড় ঘন
বনের মাঝে তিমির গভীরে,
বইছে যেখানে স্নিগ্ধ বাতাস মন্দ মন্দ একান্তে ধীরে ,
নয়ত বা এমন কোথাও
ঘুমোচ্ছে যেখানে বঞ্চিত প্রেমী, নদীর তীরে...
,,, সেখানেও তো গাছের কোটরে
থাকতে পারে পাখির ছানা শান্ত নীড়ে...।
অবশ্য, একথা না বুঝেই আদৌ মনে,,,,
একদিন সেও মেলে দেবে ছোট্ট ডানা
পালিয়ে যেতে মুক্ত গগনে।
আচ্ছা, এর আগে কি সত্যিই সে আটকে ছিল বন্দী বেশে
, আক্ষরিক অর্থে ,
প্রাচীর তোলা উন্মুক্ত শিবিরে।