আসল পরিচয়
অরুণ কারফা

কী যে বলি,
বঞ্চিত করে আর সবাইকে ঘুমিয়ে ছিলাম চাদর ঢেকে পর্দা টেনে
         সকাল থেকে
বন্ধ ঘরে অন্ধকারে নাক ডেকে সবই জেনে ,
ধীরে ধীরে তলিয়ে যেতে গভীর স্বপ্নে ডাক দিল কেউ  
বলিষ্ঠ স্বরে আমার কানে
'চলো যাই সবাই মিলে একসাথে আলোর পানে',
                 আমি যে আর নইকো থাকার যোগ্য সেখানে
এই কথাটা বুঝেছিলাম, সে ছাড়া বাকিরা জানে।

হ্যাঁ,,,, তবুও,,,, হ্যাঁ,,,,  চরম বিস্ময় ছিল অপেক্ষায়  তখনও আমায় দিতে বরাভয় ;
           না চাইতেও আমি
একটা তুমুল ঝড় এসে পর্দা খুলে চাদর তুলে
আহ্বান করে
আলোর বান ,
উন্মুক্ত করল কালো তালিকায় আমার কাজের খতিয়ান
লোকচক্ষে ধরা পড়ে গেল বদ্ধ কক্ষে লুকিয়ে রাখা মুখোশ পড়া আসল পরিচয়
যদিও তাতে ক্ষতি হলো না মনে হয়
কারণ, ছিল না তখন আত্মসম্মান একটু হলেও লোলুপ মনে।