ঘুণ ধরে না আর
অরুণ কারফা
আগে শুনতাম,
লেখার খাতায়
ঘুণ ধরেছে তাই
নতুন করে লিখতে হবে
প্রতিটা কবিতাই।
এখন বোধহয় লেখার বিষয়
এতই পানসে হয়ে গেছে যে,
পোকাও তাতে মগ্ন হতে
তেমন কিছুই পায় না খুঁজে,
আর, তাই মনে হয়
কেউই রাজি নয়
পড়তে বেশি দিতে সময়।
আরো মনে হয়,
সেইজন্য বোধহয়
সূর্যাস্ত থেকে সূর্যোদয়
নিশ্ছিদ্র ঘুমে.... মানুষ ডুবে রয়।
কিন্তু, ভয় হয়
এমন তো নয়,
আগামী দিনে ডুবে ঋণে
খাওয়ার মত সামর্থ্য তার
থাকবে না যেই আর কিনে,
তখন, নিজেদেরই ধরে
খাওয়া-খাই করে
মরবে তারা আহার বিনে।
হ্যাঁ, তখন হবে যে কবিতা গুলো
লাগবে না আর তেমন জোলো ,
আর, বর্ণ পেতেই মর্ম গভীরে
গ্রহণ যোগ্যতা আসবে ফিরে
,,,,,, ঘুণও ধরবে ধীরে ধীরে।