প্রেমের গমনাগমন
অরুণ কারফা
না না, কেবল কোকিলই নয়
কা কা করে কাক দিয়ে গিয়ে ডাক, উড়ে যেতে অচিনপুরে...
মনে পড়ে যায় যুবাবস্থায়
ছিলাম যখন প্রণয়ের নেশায়
প্রতি নিয়ত এমন ঘটনা ঘটত কত চিত্ত জুড়ে।
স্মৃতির পটে আঁচর কেটে
না থেকেও পড়ে আঁকড়ে ধরে
বা বেশির ভাগ তার না এলেও ফিরে,
কোনো কোনোটা রাত্তির থেকে পরদিন ভোরে
ঘুমোতে দেয় না শান্তির কোলে.....
বুঝতে দেয়না অবচেতনে
প্রেম মনে হলেও ভুলে কোনটা ছিল সত্যি আসলে,
তবে একটা কথা চিরন্তন সত্য
-জীবনে প্রেমের নবীন আগমন হতেও থাকলে অবিরত
--প্রতি নিয়ত---অনাকাঙ্খিত - - অবাঞ্ছিত,
করতেই হয় তা প্রতিহত
নইলে জীবনকে চিরতরে
ধীরে ধীরে তা খায় কুরে কুরে।