কথার খেলাপ
অরুণ কারফা
কথা দিয়ে পারি না রাখতে,
তাই, অনেক কিছুই করব ভেবেও প্রায় প্রতি দিন প্রতি প্রাতে
দিনের শেষে রাত্রি এসে বাধ সাধলে কালো বেশে
সব হয়ে যায় পন্ড যখন
শপথ নিতে রাজি হয় মন ;
আর কাউকে দিয়ে বচন করব না পদস্খলন।
এই কথাটাও পারি না রাখতে,
ভোরের হাওয়ায় ঘুম ভাঙ্গলে কা কা করে কাকের ডাকে
সময় পেলেই ঝাঁকে ঝাঁকে শিশির পড়ার ফাঁকে ফাঁকে
আলিঙ্গন করবে বলে দুব্বো যখন মুখিয়ে থাকে
পায়ের ছাপ ফেলে ফেলে এগিয়ে যাই তাদের কোলে
নতুন জনকে জানান দিতে , সেই চিহ্ন দেখে কেউ আমার মন খুঁজে পেলে
নিঃসার্থে ভালবাসলে
পাই পাই করে হিসাব করে ফিরিয়ে দেব সুদে আসলে
একবার যদি দেখতে পাই মনের মানুষ মন্ত্রবলে।