আকাশ ছোঁয়া আশ্রয়
অরুণ কারফা
আমার ভালবাসা আকাশ ছোঁয়া
সে কথা ও জানতো,
তাই, আকাশের বুকে ডানা মেলে সুখে
শরৎ এলে, সাদা তুলতুলে মেঘের মত ভাসতো ।
আমার মন নির্ধনের জন্যে হলেও বা কভু নির্জনে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতো
সে কথা ও জানতো,
তাই, মুক্তোর মত জ্বলজ্বল করে সজ্জিত হয়ে তার জল ভারে
পরিত্যাগ করে আকাশের মায়া
হয়ে গিয়ে শ্বেত বিন্দুর কায়া,
বর্ষা কালে চাষার জমিতে নামতো।
আর যখন, কনকনে শীতে থুত্থুরে বুড়ি, হাতে নিয়ে তার আধবাটি মুড়ি, ঠকঠক করে কাঁপতো
তখন, নিরাপদ হলেও সে আশ্রয়
না দিতে পারায় দীনকে অভয়
পৌষ মাঘকে জানিয়ে বিদায় নির্দ্বিধায় আকাশ ছাড়তো।
তবে, আবার যখন নব বসন্ত দেখে মাতাল হত দিগন্ত,
তখন সে'ই,
মায়াময় আকাশের কোলে ফিরে গিয়ে ডানা দুখানা আবার মেলে দিয়ে
কোকিলের সুরে কুহু কুহু করে ডাকত।