পথপ্রদর্শক জটায়ু
অরুণ কারফা
12.04.23

              ঈশান কোনে আপন মনে সেদিন সন্ধ্যেয় এলো তেড়ে, প্রবল জোরে,
.... কৃষ্ণ কালো ফর্সা টিকালো সব রকম মেঘ উড়োতে সক্ষম....
          এমনই কাল বৈশাখী যম,
সঙ্গে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি ।

সময় থাকতে গেলে  বাড়ি
কাজ ফুরোবে তাড়াতাড়ি,
এই ভেবে দলবল গড়ে অনন্ত আকাশ জুড়ে
ঝাঁক ঝাঁক পাখি ডানা মেলে নীড়ের দিকে দিল উড়ান ,
বাঁচি কি মরি - তড়িঘড়ি।

সবাইকে অবাক করে
পথ আটকিয়ে আগলে না ধরে
,,,, ভূমিকা পাল্টে অবশেষে ,,,
জটায়ুর বেশে বিদ্যুৎ এসে খড়্গ নিয়ে চমক দিয়ে
               সাহস জোগালো রাস্তা দেখিয়ে ...
                হ্যাঁ, আলোয় তার কাটতে আঁধার
গতিপথ হল পরিস্কার।