নারী মুক্তির জলাঞ্জলি
অরুণ কারফা

প্রথমেই বলি, কীভাবে দিলাম কষ্টার্জিত ভালবাসার বলি:
ঝড়ের আঘাতে নৌকা যেমন উঠলে দুলি
নামিয়ে দেবার বদলে ভুলি, খাড়া করে পাল তুলি
তেমনই আদিখ্যেতা দেখাতে গিয়ে তার প্রতি আমার
আনকোড়া নতুন ভালবাসার
দিলাম তাকে কম্পিত বজরার অন্দরমহলে ঠেলি।

আকাশ হলো কৃষ্ণাক্ষর পদাবলী
ঘন ঘন শুনি আহবান, মেঘেরা এক সুরে আগুয়ান হয়ে
করল বজ্রধ্বনি
বিচ্ছুরিত বিদ্যুৎ রেখা, তার উপর উজ্জ্বল লেখা
লিখে দিয়ে গেল রেখে দৈবিক ভবিষ্যৎ বাণী।

অথচ এত দুর্লভ সেই উৎসব  দুর্যোগেও দুঃসাহসিকতার দিয়ে পরিচয়
পারলনা আমার ঘুম ভাঙ্গিয়ে
লড়াই শেখাতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে হুঁশ জাগিয়ে,
একেই বলে নারীমুক্তি আন্দোলনের জলাঞ্জলি। ।