বেড়ালের গলায় ঘণ্টা
অরুণ কারফা
বলেছিলাম আস্তে ঘুম হয়ে আসতে...
আঁধার যখন হচ্ছে চিকন
আর মানুষ জন ঘুমে অচেতন,
ঠিক তখন,
শিশির ঝরা কুয়াশা ভরা কু-আশায় গড়া ভোররাতে,
মধুর স্বপন আরো মধুর হয়ে
অলীক জগতে নিয়ে যায় যাতে,
না , সে কিনা এসে জাগিয়ে দিল, অকস্মাতে।
তারপর সে বলল আরো , এরপর থেকে নাক না ডেকে
দুর্দিনে দু পা রেখে
সুস্বপ্ন দেখে
কাটাই না যেন তন্দ্রালু রজনী,
যতক্ষণ না আসছে কানে সমানে শৃংখল ভাঙ্গার ধ্বনি।
ততক্ষণে ডেকে উঠেছে কাক
স্বার্থপররা নিপাত যাক,
নিপীড়িত হারিয়েছে ধৈর্য্য
বাজিয়ে তূর্য উঠবে সূর্য
নিস্বার্থে কেউ দিলেই ডাক
সেই প্রভাতে। ।