নিশ্চুপতার অধিকার
অরুণ কারফা
আমি পড়েছি উভয় সঙ্কটে....
আমার চুপ করে থাকার অধিকার কেড়ে নিলে কেউ,
আমাকেই তুলতে হয় আপত্তির ঢেউ;
অথচ জুলুমে জর্জরিত হয়ে, যাতনা গঞ্জনা সবকিছু সয়ে
সম্পূর্ণ নির্বাক থাকার
প্রতিটা ব্যক্তির, জন্মগত অধিকার।
তবে দুঃখের বিষয় এখানেই শেষ নয় ;
ক্রমাগত আমাদের সংখ্যা বাড়তে দেখে, মুষ্টিমেয় কিছু লোক পথে নামলে
অত্যাচারীও কৌশলে জবাবদিহির বদলে
তার নির্বাক থাকার অধিকার সুনিশ্চিত করে
গলার টুঁটিটা চেপে ধরে।