তৃষ্ণা
অরুণ কারফা

দেখেছি ফর্সা, অত্যুৎসাহী মেঘ
রোদে পুড়ে গিয়ে ছাই না হয়ে কালো হয়ে গিয়ে ঝরালে কান্না,
পাহাড়ের গায় লজ্জা পায় আলোড়ন তুলে গুটি গুটি পায়ে
ধেয়ে নেমে আসা যে কোনো ঝর্ণা।

তারপর যখন ফুরিয়ে যায় মেঘের ভাণ্ডারে লুকানো কান্না
অশান্ত সাগর শান্ত চিত্তে কোলে তুলে নেয় মানস কন্যা।

ব্যপারটা কিন্তু এখানেই, হয়েও যেন হয় না শেষ...
সর্বস্ব হারিয়ে নিজেকে ফুরিয়ে মনে হলেও আর নেই তার রেশ,
সমুদ্রের কাছে ঋণ নিয়ে আবার পূর্ণ করে অপূর্ণ ভাণ্ডার
ফিরে এসেও শুভ্র বেশে
কৃষ্ণকান্তি হয়ে অবশেষে
দ্বিগুণ উৎসাহে মেটায় তৃষ্ণা।