কল্পনায় তৃতীয় জন
অরুণ কারফা
এ ঠিক কবে'কার ঘটনা
না করতে পারলেও মনে একটা কথা সবাই জানে
সমবয়সী ছিলাম দুজনে।
আর যে হেতু, জাগাতো প্রাণে নতুন আশা
নবজাতক ভালবাসা , তাই সে অর্থে
অবিবেচক ছোট্ট প্রাণে
মুখোমুখি বসে বিজনে বচসা হলেও ক্ষণে ক্ষণে
জনসমক্ষে আসার আগে মিটিয়ে নিতাম সংগোপনে
তাই , জানতে পারতনা জনসাধারণে।
পিপাসা পেলে অধীর হলে
বাতাস থেকে জল শুষে
অন্যকে দিলে ভালবেসে
অমৃত সমান মনে করে
পান করতাম ঢোঁক গিলে।
মেঘের আঁচল ঢাকলেও জ্যোছন
কম হতনা তার বিচ্ছুরণ
এমনই ছিল হাসির ধরন বিস্ফারিত চার - নয়নে,
যৎদিন না দর্শন দিল কাঁদতে কাঁদতে তৃতীয় জনে।