গন্ধমাদন
অরুণ কারফা

যুক্ত হয়নি যুক্তি দিয়ে  মন দুটো কোনো ভাবেই তাই
মুক্ত মনে বলার মত ভাষা পেতে আকাশে চা'ই।

তবু, দেখা হলে আড় চোখে পানি গড়ায় তার ফাঁকে,
কিন্তু, অভাব যখন প্রতি পদে
হলেও অতি নিঃশব্দে
জানি না ঠিক কী করে, প্রেম  ভালবাসা জানাই।

জড়োয়ার ঝুমকো এনে না দিতে পারলেও কিনে
কলকে ফুলের কানের দুল
কিংবা তুলতুল পলাশ ফুল
দিলে যদি পেতাম মন,
তুলে আনতাম কাঁধে করে আস্ত এক গন্ধমাদন।