নামের চাকা
অরুণ কারফা


       মহাশূন্যে অনেকক্ষণ ধরে
       শূন্য নয়নে লক্ষ্য করে
                                  পাওয়া না গেলেও কিছুর দেখা
তবু জানে গণ্ড মূর্খ
লক্ষ্য কোটি নিজুত লক্ষ
হাসতে হাসতে ভাসছে সেখানে গ্রহ নক্ষত্র নীহারিকা।

তার মাঝখানে থাকতে চাও যদি কেউ অমর হয়ে ...
... আত্মা যখন গেছে চলে.. দেহ রেখে কবর তলে..
তখন, বেঁচে থাকার একটাই পথ ,
নিতে হবে কঠিন শপথ
      চিহ্ন ছেড়ে তোমার কর্মে আস্তানা গেড়ে লোকের মর্মে
                           নামের চাকার সচল রেখে রথ ।