শীতের উষ্ণতা
অরুণ কারফা
শীত এসেছিল শরতের পরে
কী মনে হল হঠাৎ করে, ছুঁড়ে দিলাম নিগূঢ় প্রশ্ন :
কীসের জন্য এত কার্পণ্য??
বর্ষা যখন চিত্ত ভরে দিচ্ছিল বারি অঝোরে
ঠিক তার পরে কীসের তরে, শৈত্য প্রবাহের প্রবেশ কেন,
মূল্যবোধের হচ্ছে যখন ক্রমাগত পদস্খলন..... সব সম্পর্ক হচ্ছে ছিন্ন,
মূল্যস্ফীতির অসহ্য প্রদাহে মনুষ্যকুল...... জরাজীর্ণ
আর যখন, ভিন্ন শাসক ক্ষমতায় এসে আচরণ করছে তেমনই অভিন্ন,
তুমি চাইলে হয়ত উদার হস্তে খুলে বসন্তের দ্বার
পরিবেশকে করতে পারতে সামান্য হলেও কিছুটা উষ্ণ।