অপেক্ষারত
অরুণ কারফা
আমি, আলুথালু বেশে সাঁঝের শেষে
ঘরে এসে শায়িত হলে ,,,
পরিশেষে,
ঠোঁট দুটো তার চিরে আঁধার জ্বলে উঠলে জোনাকির মত,
ক্লান্ত শ্রান্ত অবিন্যাস্ত
হয়েও কিন্তু বুঝতে পারি আমার প্রেম হয়নি ব্যর্থ ।
বাহুদ্বয় তার আজনুলম্বিত না হয়েও হলে দ্বিধান্বিত
বুঝতে পারি
আনত মস্তকে কম্পিত বক্ষে, চাইছে পরশ শঙ্কিত চক্ষে
নিদ্রাদেবী শিয়রে হলেও
ভিক্ষা চেয়ে অপেক্ষারত।