বৈভবের সম্মান
অরুণ কারফা
কাকের বদলে কোকিল এসে ডাকলেও মধুর ভালবেসে
পাইনা সেই মায়ের গায়ের বিলুপ্ত সুঘ্রাণ
কা কা ডাকে মন জুড়িয়ে হারিয়ে যাওয়া দিন ফিরিয়ে
ভরিয়ে দিত যে সব সময়
অল্পতেই সন্তুষ্ট হওয়া প্রাণ।
পরষ্পরকে তাকিয়ে দেখে, শুধুই পাশাপাশি থেকে
পেতাম যে সহানুভূতি আর দুর্লভ অনুভূতি
এখন, বসন্তে বসলে শিমুল তলে
অথবা আগুন পলাশে জ্বলে
দিলেও প্রাণে স্নিগ্ধতা,
পরশ করে জড়িয়ে ধরে ভালবাসার বুলি আউড়ে
না থাকলে বিত্তের ছ্বটা পাইনা সেই সাধারণ সম্মান।