বিবেকের জয়
অরুণ কারফা
মাঝে মাঝে সন্দেহ হয় আমার একটা' বিবেক' আছে
অন্যায়ের কাছে হারের ভয়ে
যখন সম্মুখে দাঁড়াতে হয়।
আবার যখন প্রাণপণ করতে হলে গ্রাসাচ্ছসাধন
স্বীকার করেও দাসত্বের বাঁধন
বিবেকের জন্যে করুন জীবন মনে হয় যেন কন্টকময়।
ঠিক তেমনই পেয়েও যাই আশার বাণী,
বসন্ত এলেই কোকিল
শুকনো হলেও খাল বিল
প্রেম পীড়িত জিত নিতে
সুরের রসে ভরে দিতে
উপেক্ষা করে রক্ত চক্ষু সূর্যকেও জানায় প্রণয় ।