মৌ ভাণ্ডার
অরুণ কারফা
ছিনতাই করার আগে একবার
চিন্তাই করিনি ফলাফল তার,,,,,
কিছুটা যেমন মৌমাছি এসে মধু খেতে
হাওয়ায় ভেসে সুদূর হতে
বুঝতে পারেনা মৌচাকে গেড়ে আয়েশ করে আসন পেতে রযেছে মেতে অভিসারে ভাগ্যবতী মক্ষিরাণী
সম্পূর্ণ রূপে পেট ভরা
যার কাজ শুধু আদেশ করা
বাইরে বেরোয় না কোনো দিনই ;
তবুও সঞ্চিত মৌ ভাণ্ডার কুক্ষিগত পুরোপুরি তার।