বীর রস
অরুণ কারফা
মনের কোণে সাজানো যতনে
হয়নি বাঁশিটা বাজানো বিজনে
বহুদিন হল তাই;
ডেকেছিলাম তাকে সময়ের ফাঁকে
যদি আসে ঐ তটিনীর বাঁকে,
বসে একসাথে মাধবী রাতে একই সুরে গান গাই।
আসার পরিবর্তে বাঁধল সে শর্তে ;
যদি পারি তার মনকে পড়তে
তবেই যেন এ বিষয়ে এগিয়ে যাই;
কারণ হিসাবে যা হাবভাবে
বোঝালো ইশারায় নীরবে
কিংকর্তব্যবিমূঢ় হলাম তা ভেবে,
পারবে কি বাঁধতে এমন এক সুর যা শুনে মানুষ দূর বহুদূর
একত্রিত হয়ে একই সুরে করবে লড়াই দাঁড়িয়ে ঘুরে;
থাকতে হবে তাতে তার মানে,
বীর ও করুণ রস উপাদানে,
যার উদাহরণ অন্ততঃ আমার জানা নাই।