প্রমাণ
অরুণ কারফা
নাহ্, আমি তাকে জড়িয়ে ধরিনি
ঘুরিয়ে বলিনি, সোজাসুজিও বলতে পারিনি
কতটা ভালবাসি অগাধ,
তবুও হয় কুশল বিনিময়
থাকেনা মনে কোনো সংশয়
চোখাচোখি হলেই পাই সংবাদ।
বৃষ্টি হয়ে নদী ঢাল বেয়ে যখন যায় তোড়ে জল নিয়ে
সবাই জানে মেঘের প্রাণে
তার জন্যে নিস্বার্থে মনে
কতটা প্রেম জমে আছে অপার।
তবুও তো, মিষ্টি কথায় ভেজেনা চিড়ে
তাই কখনো পর্বত চূড়ে
হয় ভেজাতে মেঘমালায় মন,
আবার কখনো ধৈর্য ধরে
অপেক্ষা করি সাগর পারে
ঢেউ এলে সিক্ত করি তখন।