লতার কথা
অরুণ কারফা
07. 05.23
হাজার বছর ধরে
পথ হাঁটিনি তাই
লতার কোনো কথা
আমার মনে নাই।
এমন কারুর ,
আঁকিনি ছবি মনের ভিতরে
ইতিহাস খুঁড়ে ভগ্নস্তুপ জুড়ে:
কৃষ্ণঘন কেশগুচ্ছ যার
মধ্যযুগে বিড়ম্বনার
প্রতীক হিসেবে নিকষ কালো আঁধারে
নারী শক্তি রূপে যাচ্ছে উড়ে ;
এ হেন কোনো ঘটাইনি ঘটনা তাই,
লতার কথা আজ মনে নাই।
বেড়ানোর তাগিদে পদব্রজে
যাযাবর বা ভবঘুরে সেজে,
যাইনি সিংহল বা মালয় দেশে
বিশ্রাম নিতে দুদণ্ড বসে।
চোখও পড়েনি, ডালপালা মেলা বনানীর মাঝে দাঁড়ানো একেলা
কোনো গাছের কোটরে পাখির নীড়ে
সেখানে থেকে আসার সময় ফিরে ;
মনে হয় হয়ত তাই, লতার কথা আজ আর মনে নাই।
তবে হ্যাঁ, মনে আছে তার স্রষ্টার নাম,
সহস্র জনের স্মৃতির পটে
অমলিন দাগ গেছে কেটে,,,,
সাষ্টাঙ্গে কিংবা নত মস্তকে তাই ....
সেই কীর্তিমানকে অজস্র প্রণাম জানাই।