স্বাধীনতার গল্প
অরুণ কারফা
ঈগলের মত উড়ত বলে পাগলের মত চাইত কোলে
আকাশ
তবুও আগল দিতে খুলে
পাতিয়ে মিতে এসেও ভুলে
রাজি হতনা না মাতাল বাতাস।
তাই একদিন যৌবনের দায়ে , কাল বোশেখের দমকা হাওয়ায়
আকাশ যখন বিলুপ্ত প্রায়, কৃষ্ণকালো মেঘের ঢাকায়
সাহস ভরা পথিকের সাথে
আশঙ্কায় গড়া অচিন পথে
উপেক্ষা করে পালকের কথা
আস্তানা ছেড়ে ভুলে তার ব্যথা
পারি দিল সে স্বাধীন হবার আশায়। ।