অলসের প্রেমের গল্প
অরুণ কারফা


তার সাথে আমার পরিচয়
                         হয়নি কখনো, বললেও হয়।

তবুও মনে প্রয়োজনে, অপ্রয়োজনে
   আধো আলো আধো ছায়ায়
   কাউকে দেখতে পেলে কায়ায়
মনে হত প্রতিনিয়ত সে দিচ্ছে উঁকি হয়ত, আধা খোলা আধা ভেজানো দোর গোড়ায়।

ইচ্ছে হলেও খুলতে দরজা
পারতাম না সরাতে পর্দা, পাছে সে বিরক্তি দেখায়
পাছে না দেখা দেয় পুনরায়।

আর, এতেই হলো কাল
জানতে পারলাম কোনো একদিন তখন বিকাল
এর থেকে বার করতে মুক্তির উপায়,
       স্মৃতির পাতা থেকে কৃষ্ণাক্ষরে সযত্নে ধরে ধরে সে লিখে
       অলস হাতের পরশ দিয়ে এঁকে চলে গেছে আলতো হাতে এক ছবি রেখে
বিদীর্ণ এই ক্ষত বুকে, অসহায়
আশাহত হয়ে নিরুপায়।