নীরবতার গল্প
অরুণ কারফা

ঝরা পাতার আছে পড়ার শব্দ
        মর্মর ধ্বনি ভেসে আসা শুনে
       আশার আলো জাগে তাই মনে,
মায়াবীর মত অপরিচিত ছায়াসঙ্গী হতেই হয়ত
কেউ আগত,
রিক্ত হৃদয়ের আহত কোণে
         পূর্ণ করতে শূন্যস্থান,
অপেক্ষারত সে যার জন্যে।

ঝরা ফুল আবার নির্গন্ধ পূর্ণ
তাই বাগানের নিভৃত কোণে দিনের শেষে নিঃশব্দে সাঁঝে
ঝরে গেলে মানুষ অতি সহজে
ভুলে যায় চিরতরেই তাকে,
          কিন্তু, সঙ্গ দিয়েছিল সেও একদিন প্রস্ফুটিত কলি যখন নবীন
          আর, ভরা যৌবনে দেখা না দিলেও কাঙ্খিত জনে
সে দিয়েছিল সাড়া তার শোকে
প্রয়োজনে প্রিয়জন না এলে বুকে
সুগন্ধ বিলিয়ে, নির্বান্ধবের ডাকে ।