শক্তির উৎস
অরুণ কারফা

সেদিন মনে হয়  বিবাহ বার্ষিকী ছিল ওনাদের,
সেই জন্যে গগনে গোধূলি লগনে সাক্ষাৎ পেলাম চাক্ষুষ নয়নে
একই সঙ্গে মহাজাগতিক দুজনের,
সপ্রতিভ সূর্য আর অনুজ্জ্বল চাঁদের
প্রেমিক প্রেমিকাদের অতি সাধের।

তারপর, যা হয় আর কী পিতৃ প্রধান নরক সমান সমাজে...
গনগনে সূর্যের সৌর্যের ছোঁয়ায়
চাঁদের প্রসাধনী যখন জ্বলে যায়,
দুনিয়ার সব প্রেমীকে করতে  এক
ওষ্ঠাগত প্রাণ তবুও শশী
একাগ্র চিত্তে হল ব্রতী।

গল্পটা হলেও রোমাঞ্চকর
শেষটা কিন্তু হল না তেমন, যেমনটি চেয়েছিল মুক্তমনা স্বাধীনতাকামী অতি উদ্যোমী নারী আর নর।

অতঃপর, সূর্য গেলেও অস্তাচলে,
তার উজ্জ্বলতা ধার করার ফলে  
ছড়াতে থাকল তখনও শশাঙ্ক রুপোলী ফসল মধুর জ্যোৎস্নার
হাপিত্যেশ করা প্রেমীদের গায় দেখিয়ে ছল চাতুরীর কলা কৌশল তার।

তাই নারী মুক্তির করলেও গান
নরই যে শক্তির উৎস প্রধান
এ কথা মেনে নিয়ে চাঁদ
বোঝালো উভয়ের অবদান। ।