মোনালিসার হাসি
অরুণ কারফা
কাউকে কখনও বলিনি আমি,
এমন একজন ছিল আমার
মাঝে মধ্যে বলতো যে
সঙ্গে জড়িয়ে জীবন তার
সবই করলাম আমি ছারখার,
..... গোনা হল না ঢেউ তার
শোনা হল না গর্জন আর,
জানা গেল না কত তারা ফোটে
অজানা দূরত্বে নিহারিকার...
হ্যাঁ , তাতেই মনে হত আমার
আহা কী ভীষণ রয়েছে মনের অমিল
দুজনার সঙ্গে দুজনার;
তাই ..... ভাবতাম , সান্নিধ্য যদি
পেত সে একবার পর্তুগীজ নাবিক,
ভাস্কো ডা গামার।
আবার কখনো বলত এসে
উড়তে উড়তে যদি আকাশে
আঁকতে পারতাম রামধনু সাতরঙে তুলি ভিজিয়ে নিয়ে ,
ধন্য হত জীবন তার পেয়ে এক চিত্রকার,
পাবলো পিকাসোর কথা মনে পড়ে যেত
না চাইলেও মুহূর্তে আবার।
কিন্তু কখনো বলত না ভুলেও
কেউ তেমন নির্গুণ হলেও,,,,,,
স্বপ্নে এসে মোনালিসার মত বাঁকা হাসি এঁকে পরিয়ে দিলে অধরে তাকে ,
কিছুই না থাকলেও উৎসর্গ করার
সেটাকেই মনে করে নিত
সর্বস্ব দিয়েছে করে উজাড়।