রাত্রির দিবা নিদ্রা
অরুণ কারফা
রাতের আকাশে ওরা আসে
আসেনা দিনের আলোয় গগনে
সে কথা রাত্রি বিলক্ষণ জানে।
জানে বলেই তো
প্রতি নিয়ত
সে থাকে শশবব্যস্ত স্বার্থপরতায়
তারার মালা গলায় জড়িয়ে উপভোগ করতে সাধ মিটিয়ে
ক্ষণস্থায়ী অন্ধকার জীবনের অত্যুজ্জ্বল প্রসাধনীর আড়ম্বরের বাতুল সজ্জায়।
কথায় বলে রাত দিন ঠিক
এক মুদ্রার দুটো যেন দিক
তাহলেই কেন,,, বৈষম্য এহেন,,,
সারারাত জেগে তারপর রাতকে, অলসের মত সদ্যজাত সকালে জোর করে পলক ফেলে ক্রমান্বয়ে নাক ডেকে,
যতক্ষণ না হয় সূর্যাস্ত,
থাকতে হয় পড়ে ঘাপটি মেরে
যেন তেন প্রকারেণ নিদ্রারত।
আবার সেই রাতই যখন
আগ্রাসী আক্রমণকারীর মারণাস্ত্রের চোখ ধাঁধানো উজ্জ্বলতায় দিনের মত হয়ে ওঠে ধবধবে বরণ,
অসহায় মানুষের সকরুণ আর্তনাদে আর তার ভয়াবহতায়
তখন কিন্তু আর পারেনা সে তার
গমন করতে দিবা নিদ্রায়।