ডুবন্ত সূর্য
অরুণ কারফা
17.04.23
কৈশোরে বোধহয় সবাই ভাবে,
চকচকে চাঁদ ঝকঝকে রোদে, গনগনে আলোয় দেখা না দিলেও
পৃথিবীর পাশে ঘোরাঘুরি করে মহা উল্লাসে ;
হয়ত তেমনি, কোন এক কোনে তারই জন্যে কোনো কণ্যে
অনাদরে রয়েছে পড়ে
ধৈর্য ধরে অধীর নয়নে।
তারপর সূর্য, হারিয়ে বীর্য ডুবকি দিলে মহাকাশে
হয়ত সে দর্শন দেবে ভালবেসে.......
এই ভেবে
ক্লান্ত হয়ে দিনের শেষে জানতে পারে অবশেষে :
সবাই চা'য় উদীয়মান সূর্যের দিকে প্রশংসার ছলে,
আর, কেউ চেনে না তাকেই আবার যখন ঢলে অস্তাচলে
শূন্যের কোলে সে অতলে। ।