যক্ষের ধন
অরুণ কারফা

        চে'য়ে  মনে হয় দিগন্ত পানে,,, ,,,
আকাশকে যেখানে মাটির সামনে, অহরহ ঝুঁকেও
                     সমানে  
         করতে হয় সুবিশাল মাথা কে অবনত,  
মানুষ সেখানে সামান্য উত্থানে কী করে ভাবে নিজেকে কে জানে
                      তার চেয়েও উন্নত।

আসলে এই পৃথিবী বৈপরীত্যে ভরা.....
                  আকাশ ছোঁয়া প্রতিভাধর  
                  আলোকিত করে দীনের ঘর কিছু না হলেও উদার হওয়ার সুবাদে
     স্থান পেলেও সব হৃদয়ে নির্বিবাদে,
অনেকে পড়ে পাওয়া ধন আগলে রেখে আবার তেমন
              শুধু মাত্র স্বার্থপরতার কারণে,
ঘৃণায় ভরে সবার মন যক্ষের মতন করে বিচরণ
                      একবারই পাওয়া জীবনে।