মৌমাছির পসরা
অরুণ কারফা
কোথায় যাচ্ছে তারা
পিছনে পিছনে করে তাড়া,
জানতে পারলাম মৌমাছিরা
কোথা যায় নির্দ্বিধায় ছেড়ে তাদের অতি সাধের
গাছের ডালে তৈরী করা কোটরে কোটরে ভরা ঝুলছে যে সব শূন্যে হাওয়ায় বৈচিত্র্যে গড়া ভিন্নতায়
সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রে ভরা অনন্যতায় অতুল ডেরা।
জুলু জুলু চক্ষে প্রস্ফুটিত বক্ষে
সবাই যেখানে আছে অপেক্ষায়
ফুলে ফুলে দুলে দুলে পাখপাখালির সবুজ বনে
নির্জনে এক কোণে প্রকৃতির সেই তুলতুলে কোলে
বসবে বলে একটি বার সৌহার্দের পেলে ইশারা।
তাই, যেই না তুলে কলরব
শিউলি ছড়ালো সৌরভ
নিমেষে ভরল তাদের 'পর মৌমাছির পসরা ।