মরচে ধরা বিবেক
অরুণ কারফা
আপন ধুনে সুর বুনে দূর থেকে দূর্জনে
প্রণাম করে ;
আঙ্গুল তুলে মুখোশ খুলে আলোয় ধরে
এককালে যে চিনিয়ে দিত
সেই বিবেক কি এখন মৃত।
মরচে ধরে গেলেও পচে
হয়ত আছে আশা বেঁচে,
কিংবা বাঁচানো পারেও যেতে
ভষ্মে যেমন ঘী ঢেলে বেদম জোরে বাতাস দিলে
নিভু আগুনও ওঠে তেতে
এও তো খানিকটা সত্য।