আসল সংরক্ষণ
অরুণ কারফা

পাথরে নয় পাথুরে হৃদয়ে নাম লিখে
গোলাপ ফুল ফোটার আশায় বসে ছিলাম এক দৃষ্টিতে চোখ রেখে।
ইতিমধ্যে বন্যার জল ধুয়ে দিয়ে তা ছেড়ে যেতেই পলিমাটির ঢল
একটু একটু করে ছত্রাকের মত বেড়ে উঠল
ফুটফুটে আর ধবধবে সাদা এক পরিমল।

পাছে সায়াহ্ণে আসে জোনাকির দল,,,,
কিছুক্ষণ পরেই তার উপরে নজর বুলিয়ে কোমর দুলিয়ে  আসর জাঁকিয়ে গুনগুন করে সুর ভাঁজিয়ে
উড়ে এসে জুড়ে বসল এক বেনামী ভ্রমর যুগল।