মণি কাঞ্চন মন
অরুণ কারফা
29.05.23

যখন, কাঁচের মতন  
                  ভেঙ্গে দিয়ে মন,
ভাবতে পারলে লাগাবে জোড়া,
ফুলদানীতে ফুলের তোড়া না দিয়ে
সাজিয়ে মণিকাঞ্চন,
         তখন কি জানতে না,
         সম্পর্ক হবে না আগের মতন।

বসে থেকে অবসরে
             ভর দুপুরে পুকুর পাড়ে
একে অপরকে লক্ষ্য করে,,,,,
প্রতিবিম্বয় ঢেলা ছুঁড়ে প্রতিদ্বন্দ্বীর খেলা করে,,,,,,
       মনে হলেও হতে পারে খুনসুটির মাধ্যমে করতে পারবে বন্ধুত্ব স্থাপন;
কিন্তু,  ধরিয়ে ফাটল ভালবাসায় না রেখে বাঁচিয়ে আসল আশায় ,
    কাজীর দ্বারস্থ হয়ে এরপর
         করা যায় না বাসর রাত্রি উদযাপন।