মোনালিসার হাসি
অরুণ কারফা
কেউ কি কখনো করেছো লক্ষ্য,
এ রকমও মানুষ আছে
মুখে থাকলেও কান্নার ভাব
চোখে হয় না হাসির অভাব
ঢাকতে এমনই মনের ব্যথা
মোনালিসার মত দক্ষ।
পার্থক্য নেই তাহলে কি মাঝে
একটুও দুজনার কোনো?
মোনালিসার হাসি বহু বছর ধরে
শিল্পীর দ্বারা রক্ত জল করে
ভালবাসা দিয়ে হলেও বানানো,
মানুষ যখন যন্ত্রণা ঢেকে
হাসি আনে ডেকে তার ভেজা চোখে,
তা হয় তখন কষ্টার্জিত ধন
যেন এক কোনো রুধির মাখানো বেনজির উজ্জ্বল রত্ন।