চিরন্তন প্রশ্ন
অরুণ কারফা

ডানা ভাঙ্গা পাখির মতন বিকলাঙ্গ হলেও মন
চাপা অনুভবে কেন যে ভাবে পারলে আকাশে আবার উড়বে, খুঁজতে সাথী সমব্যথী হয়ে যে ভরাবে শান্তিতে জীবন।

কিন্তু, সেও কি আবার সম্ভব হবে ,
কেনই বা নয়?
যদি দেখা যায় ভেবে অসহায় কেউ দিচ্ছে তাকে সহায়
দিয়ে তার জোড়া পাখা গুলো ধারে,
           ডিঙ্গিয়ে যেতে খাড়া পাহাড়ে।

তারপর কী হবে, পেরিয়ে জঙ্গল খানা-খন্দর
চূড়া ইত্যাদি
তারপর ঠিক দেখা যায় যদি,
ওপারে, শীতল স্নিগ্ধ জ্যোৎস্না বইছে যেন মুক্ত ঝর্ণা  
মোলায়েম সবুজ শ্যামলের গা'য়ে
আর, তার আশ্রিতা খরস্রোতা না জানি অযথা কেন হয়ে ভীতা
অস্থির চপল চঞ্চল পায়ে।

উদ্বিগ্ন হব তখন ভেবে  খণ্ডিত মন কার দিকে যাবে ;
  যে দিয়েছিল পাখনা ধারে তার দরবারে
নাকি, ঐ ডানা কাটা পরীর মতন বইছে যে নদী অলস সারাক্ষণ
প্রশটা মনে হয় চিরন্তন।