পাপমোচন
অরুণ কারফা
বাস্তবের প্রেক্ষাপটে নয়
বামন হয়ে চাঁদ ধরতে গিয়ে, কিছুটা ঝুঁকি নিয়ে
চোখ বন্ধ করে কল্পনার ঘোরে স্বপ্নময় ছল চাতুরীর আঙ্গিনায়,
নিত্য নিয়ম করে যার সঙ্গে হয় প্রেম বিনিময়;
জানতাম না তখনও
স্বর্গের সিঁড়ি উঠতে বেয়ে
তার সঙ্গেই ঋণের দায়ে জড়িয়ে
নরক গমন সম্ভাবনাময়।