মার্জার
অরুণ কারফা

ভেবেছিলাম, চোখের সঙ্গে মিললে চোখ
                                     মণির সঙ্গে মণি
সব চাওয়ার হয়ে অবসান
পাওয়ার সঙ্গে জুড়োবে প্রাণ
আর, স্বর্গ হয়ে উঠবে আমার ছোট্ট জীবনখানি।

ভাবতে পারিনি কিন্তু তখনও
এমনও হতে পারে কখনো  
অন্যরে দিয়ে সে মন
আমার জন্যে  আকিঞ্চন
কারণ, হয়ে গিয়েছিল বিলম্ব এত
প্রয়োজন ছিল না সেতুর মত নতুন কোনো বন্ধন
আর, দুধের পাত্র হবেই খালি, চারদিকে যখন ঘুরছে মার্জার সতর্ক চতুর শিকারীর মতন।