সুবিধাবাদী
অরুণ কারফা
হারিয়ে গেছে অনেক দিন আগে
শিউলি তলায় ফুলের রাসে
শিশির পড়া সবুজ ঘাসে
হয়ত,,, , নয়ত,,,,,
কালো তুলতুলে মেঘের কোলে
আষাঢ় শেষে শ্রাবণ মাসে।
হলেও বা সুবিধাবাদী তলে তলে
তাদের সঙ্গে পথে চলে ;
চিন্তার রেখা ছিল না মুখে
ভেবে ছিলাম, ছিলাম সুখে
কোনো একদিন বাঁচার জন্যে হয়ত ঋণ প্রয়োজনে
নিতে হলেও পরের কাছে
খুঁজে এনে কৃতজ্ঞতা বোধ, বদলে নিয়ে আচার ব্যবহার
এমন ভাবে দেখাব নিজেকে
ভাববে বদলে গেছি লোকে, তাই নিশ্চই করে দেব পরিশোধ।
কিন্তু এখন, আগের মতই শরৎ এলে, পড়লেও ফুল ঝরে ঝরে
শিশির বিন্দু নীরবে ভোরে
বর্ষার মেঘ দিলেও জল;
কেউ বোঝে না সম্ভবতঃ , আর মানে না তাই আমার এখনকার ব্যবহার আন্তরিকতায় ভরা
এর মধ্যে নেই কোনো ছল।