নৈবেদ্য
অরুণ কারফা

অনুযোগ শোনা হয়না ব'লে
প্রকৃত আবদার মেটেনা ছলে
ঝর্ণার মত এগিয়ে গিয়েও খরস্রোতার গতি নিয়েও
প্রেম পায়না পরিণতি, মালা বদল করে গলে।

কৃষ্ণচূড়ার হাতছানি দিলেও প্রাণে শান্তি আনি
তার ফুলে মালা খানি না হওয়ায় শুকনো বাণী
ব্যর্থ হয় গড়তে প্রণয়, অগভীর ছায়ায় তলে।

পঙ্কজ থাকে টলটল জলে
পঙ্ক ঠিক থাকায় তলে
পারা যায়না হস্তগত করে মধু অলির মত
দিতে তারে উপহারে প্রকৃত ভালবাসার বদলে ।

বিনিময়ে কিছু পেতে
নৈবেদ্য হবেই দিতে
হোক তা উপাসনালয়ে কিংবা রাজনৈতিক বলয়ে
শূন্য জোটে তা নাহলে, প্রাপ্তিতে পোড়া কপালে।