স্মৃতির পাথেয়
অরুণ কারফা

অপুষ্টিতে ভুগছিল স্মৃতির বহর তাই,
                                                       ইচ্ছে হল, জনগণের মাঝে হাজির হয়ে একটা নজির সৃষ্টি করে যাই।

নজরের তীক্ষ্ণতা বাড়িয়ে দিয়ে
নাড়ির স্পন্দন বুঝে ভালো মানুষ সেজে
কব্জির জোরে  মুষ্টিমেয়র লেজুড় ধরে
                                                         আপাত দৃষ্টিতে করণীয় কিছু কর্ম সেরে স্মরণীয় অবদান সমাজে ছেড়ে
বরনীয়দের মাঝে ঠাঁই পাই।

কিন্তু, বাধ সাধল শকুনের ছায়া,,,
সাধারণের মধ্যে ডানার বিস্তৃতি আর তেলা মাথায় তেল দেওয়ার স্তুতি বেশী হওয়ায়
তাদের প্রস্তুতির প্রচ্ছায়ায় আচছাদিত হয়ে আমার কৃতকর্মের শ্রেয়
তাদেরই হল স্মৃতির পাথেয়
এখন, আমার প্রবৃত্তি তাই, তাদেরই গান গাই।