স্বপ্ন ভঙ্গ
অরুণ কারফা
ঘুমের ব্যাঘাত হলে, কিংবা অন্য কোনো ছলে
স্বপ্ন ভেঙে গেলে
যায় না সে তার শেষ রেশটুকু ফেলে,
তাই বোধহয় কম মানুষই জেগে উঠলে হয় স্বপ্ন বিলাসী,
সে অর্থে দেখতে গেলে।
তবুও কখনো হয়নি মনে ,
স্বপনের গোপনে অথবা বাস্তবিক জীবনে,
শশীর মত জনপ্রতিনিধি হয়ে মশীলিপ্ত যামিনীতে তাদের রেখে নিদ্রারত
করব সর্বস্ব হস্তগত
সুবর্ণ সুযোগ এলে।
তার'চে বরং সূর্য হয়ে মূর্খকে পারলে দেব জ্ঞানের আলো
আর যদি তা নাও পারি দিতে
ধরব জ্ঞানের প্রদীপ জ্বেলে।